পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে ফুফু খুন
পাবনা প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের ছেলে হাতে ৩ সন্তানের জননী ফুফু মনোয়ারা খাতুনকে (৬৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । এঘটনায় ঘাতক খুনি আজিম পালাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় আটঘরিয়া পৌর সভার ৯ নং ওয়ার্ডে ৬১ রামচন্দ্রপুর গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটা সময় মৃত আয়েন উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন এর সাথে আক্তার হোসেনের ছেলে আজিম (৩৫) এর মধ্যে বাড়ির জমিজমা
সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আজিম তার ফুফু মনোয়ারা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে ঘটনা স্থলেই সে মারা যায়।
এঘটনায় আটঘরিয়া থানায় অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাসুদ রানা
পাব
Leave a Reply