ধামইরহাটে ইএসডিও’র আয়োজনে চিত্রাঙ্কন ও বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও’র আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় (১৮ নভেম্বর) বেড়ীতলা একাডেমীতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক ও কাগজ দিয়ে হস্তশিল্প তৈরী কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “রিক্তা সরকার প্রধান শিক্ষক বেড়ীতলা একাডেমী।” এছাড়াও উপস্থিত ছিলেন,”বেড়ীতলা একাডেমীর শিক্ষক শিক্ষিকাবন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ অনিক সিদ্দিকী দুখু, ইউপি সদস্যা মোছাঃ আম্বিয়া খাতুন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রীবৃন্দ এবং ইএসডিও’র সিনিয়র অফিসার মোছাঃ পারভীন সুলতানা।” অতিথিগণ এধরনের আয়োজন করার জন্য ইএসডিওকে ধন্যবাদ জানান এবং প্রধান শিক্ষক বলেন এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সকল শিক্ষার্থীগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান গ্রহনকারীসহ মোট ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply