মনোনয়ন বাতিলের দাবিতে চার প্রার্থীর সমার্থকরা মানববন্ধন করেন।
মোঃআল মামুন (ময়মনসিংহ নান্দাইল)
ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর সমর্থকরা। রোজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে এ মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ আসনে বিএনপির মনোনয়ন পান উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। মনোনয়ন ঘোষনার পর থেকেই মনোনয়ন বঞ্চিত মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, মামুন বিন আবদুল মান্নান ,ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর সমর্থকরা বিভিন্ন সময় মনোনয়ন বাতিলের দাবি তুলে বিক্ষোভ শুরু করেন।
এরই ধারবাহিকতায় গতকাল বৃহস্পতিবার পূর্ব ঘোষনার কর্মসূচি হিসাবে মানববন্ধন কর্মসূচি করে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন পৌর শহরের মটরযান সমিতির সামনে নেতাকর্মীরা দাঁড়িয়ে মনোনয়ন বাতিলের দাবিতে শ্লোগান তুলে ও হাতে নানা কথা লিখে ব্যানার – ফেস্টুন প্রদর্শন করে।

Leave a Reply